ভারতীয় চলচ্চিত্রের সেরা ও সর্বোচ্চ সম্মাননা ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত একটি প্রেস মিটে সেরাদের নাম ঘোষণা করা হয়।
সেরা অভিনেত্রী হিসাবে প্রথম বার জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরার স্বীকৃতি পেয়েছেন আলিয়া। কৃতির হাতে জাতীয় পুরস্কার এনে দিয়েছে ‘মিমি’ ছবি।
সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির কারণে সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার উঠেছে অভিনেত্রী পল্লবী জোশীর হাতে।
সেরা সহ-অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ ছবির জন্য পান এই সম্মান। সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। সেরা জনপ্রিয় ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে‘আরআরআর’।
জেএন/এমআর