গায়িকা নেহার বাসায় চুরি, চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় রায়হান সুলতানা রেহানা নিহা নামে এক সংগীতশিল্পীর বাসায় চুরির ঘটনায় মো. বাবুল ওরফে বাবলু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ আগস্ট) নগরের হালিশহর থানার ঈদগাহ কাঁচা রাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, ভুক্তভোগী সংগীতশিল্পী ঢাকায় অবস্থানকালে তার নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা ১৪ আরসি চার্চ রোড জেমসেন স্কুলের দক্ষিণ পাশের দেয়াল সংলগ্ন ইসলাম ভিলার চতুর্থ তলার বাসায় ২৫ জুলাই সন্ধ্যা থেকে ২৮ জুলাই সকাল সাড়ে ৭টার মধ্যবর্তী কোনো সময়ে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর বা চোরের দল বাসার তালা ভেঙে ভুক্তভোগীর আলমারির ভেতরে থাকা ৩ ভরি ২ আনা ওজনের ১টি স্বর্ণের নেকলেস, ১ ভরি ওজনের ৪টি স্বর্ণের আংটি, দুটি মোবাইল, একটি ট্যাব, একটি কর্ডলেস মাইক্রোফোন এবং নগদ ৭০ হাজার টাকাসহ মোট প্রায় ৬ লাখ ৭৪ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, এ ঘটনায় থানায় ২ আগস্ট একটি চুরি মামলা রুজু হয়। মামলার তদন্তভার দেওয়া উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানকে। তিনি সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একজনকে শনাক্ত করে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া একটি ট্যাব, একটি মোবাইল, একটি কর্ডলেস মাইক্রোফোন এবং চোরাইকৃত স্বর্ণালঙ্কার বিক্রি বাবদ নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। মামলাটির তদন্ত চলছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM