নগরে করদাতাদের ভিড়ে জমে উঠেছে আয়কর মেলা। মেলার পঞ্চম দিনে বেড়েছে সেবাগ্রহণকারী করদাতা, নতুন ইটিআইএন ও আয়কর আদায়ের পরিমাণ।
মঙ্গলবার (১৩ নভেম্বর) জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী এই আয়কর মেলা শুরু হয়।
উদ্বোধনের পর পাঁচ দিনে মেলায় সর্বমোট ৩৮৫ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪৪৯ টাকার কর আদায় হয়েছে। এসময় ২ লাখ ১৩ হাজার ৩৯৬ জন করদাতা সেবা গ্রহণ করেন। রিটার্ন দাখিল করেছেন ২৭ হাজার ২৪১ জন ও নতুন ই-টিআইএন নিয়েছেন ১ হাজার ২০১ জন।
আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এরমধ্যে শনিবার মেলার পঞ্চম দিনে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অধীনে রিটার্ন দাখিল করেছেন ২ হাজার ২৭০ জন ও কর আদায় হয়েছে ৬৬ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৭১১ টাকা।
কর অঞ্চল-২ এর অধীনে ৯২৫ জন রিটার্ন দাখিল করেছেন ও কর আদায় হয়েছে ১৫ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৩১০ টাকা।
কর অঞ্চল-৩ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৩৮৭ জন ও কর আদায় হয়েছে ১২ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ১৮৩ টাকা।
কর অঞ্চল-৪ এ ৮৮১ জনের রিটার্ন ও ১০ কোটি ২৪ লাখ ৫ হাজার ৩৮০ টাকার কর জমা পড়েছে।
এছাড়া জরিপ রেঞ্জ-৩ এর অধীনে ৭ জন রিটার্ন দাখিল করেন ও ১৪ লাখ ১৯ হাজার ৪৭২ টাকার কর আদায় করা হয়।
এছাড়া খাগড়াছড়ি জেলায় ১৩৯ জন রিটার্ন দাখিল ও ২ লাখ ১৫ হাজার ২৬৮ টাকার কর আদায়, কক্সবাজার জেলার ৩৯১ জন রিটার্ন দাখিল ও ১৩ লাখ ৩১ হাজার ৫১ টাকার কর আদায়, বান্দরবান জেলায় ৮৭ জন রিটার্ন দাখিল ও ১ লাখ ২১ হাজার ২৫৯ টাকার কর আদায়, রাঙামাটি জেলায় ১৯৯ জন রিটার্ন দাখিল ও ১ লাখ ৯৫ হাজার ৫৬৪ টাকা কর আদায়, পটিয়া উপজেলায় ৯২ জন রিটার্ন দাখিল ও ৩ লাখ ২৫ হাজার ২৩২ টাকা কর আদায়, মিরসরাই উপজেলায় ১০৩ জন রিটার্ন দাখিল ও ৩ লাখ ১৫ হাজার ৭৮৭ টাকার কর আদায় করা হয়েছে।
জয়নিউজ/ফয়সাল/জুলফিকার