সারা রাত বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে পানি জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী ও চাকরিজীবীদের।
এদিকে রোববার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জলাবদ্ধতার কারণে এক ঘণ্টা দেরিতে শুরু করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া বৃষ্টিতে নগরের অলি-গলি পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে হালিশহর, আগ্রাবাদ সিডিএ ও শান্তিবাগ আবাসিক এলাকা, ছোটপোল, বহদ্দারহাট, বাদুরতলা, শুলকবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, চকবাজার, বাকলিয়ার বিভিন্ন এলাকা, ফিরিঙ্গিবাজারের একাংশ, কাতালগঞ্জ, কেবি আমান আলী রোড, চান্দগাঁওয়ের শমসের পাড়া, ফরিদার পাড়া, পাঠাইন্যাগোদা, মুন্সীপুকুর পাড়, মুরাদপুরের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলি পানিবন্দি হয়ে পড়ে।
সড়কে কোথাও কোথাও হাঁটু থেকে কোমরপানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
জেএন/হিমেল/এমআর