প্রথম দিনে মিরসরাইয়ে ১২ শিক্ষার্থী অনুপস্থিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) অন্যান্য শিক্ষা বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মিরসরাইয়ে ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

- Advertisement -google news follower

রবিবার (২৭ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হুমায়ুন কবির খান।

তিনি জানান, উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় দুই হাজার ৪২৯ জন ও আলিম পরীক্ষায় ২৮৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

- Advertisement -islamibank

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩৯ জন শিক্ষার্থী। পরীক্ষার প্রথম দিন এইচএসসিতে আটজন ও আলিমে চারজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

তিনি আরো জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার (১১ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স এবং চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছিল। আজ রবিবার থেকে পরীক্ষা শুরু হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM