লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত নির্বাচনে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয় ও বেলা ২টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ২১ ভোটের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ে ১২ ভোট করে পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন লোহাগাড়া প্রেসক্লাবের আহ্বায়ক পূর্বকোণের প্রতিনিধি এম এম আহমদ মনির, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সুনীল কুমার চৌধুরী।
অভিনন্দন: লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান চৌধুরী, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি এম এম আহমদ মনির, সাধারণ সম্পাদক অধ্যাপক পুষ্পেন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি রিহান পারভেজ চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন সিকদার, উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল, মিজানুর রহমান ও আবদুল্লাহ আল সাদ্দাম।