গ্রানাদাকে হারিয়ে নতুন মৌসুমে শুভ সূচনা করে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে দ্বিতীয় ম্যাচেই রিয়াল বেতিসের কাছে পয়েন্ট হারায় দিয়েগো সিমিওনের দল। এক ম্যাচ পর বিধ্বংসী জয়ে কক্ষপথে ফিরলো অ্যাটলেটিকো।
সোমবার ডে ভেলেকাস স্টেডিয়ামে স্প্যানিশ লা লিগার ম্যাচে স্বাগতিক রায়ো ভায়েকানোকে ৭-০ গোলে উড়িয়ে দেয় কলচোনেরসরা। এই বিশাল জয়ে রেকর্ড গড়েছে অ্যাটলেটিকো।
স্প্যানিশ লা লিগার ইতিহাসে ৭-০ গোলের জয়ই অ্যাওয়ে ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পাওয়া সবচেয়ে বড় জয়। লা লিগায় অ্যাটলেটিকো হোম ম্যাচ কিংবা সবচেয়ে বড় জয়টি পেয়েছিল ইউডি লাস পালমাসের বিপক্ষে।
১৯৫৭ সালের ২০শে অক্টোবর সেই ম্যাচে ৯-০ গোলের জয় পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। একুশ শতকে দ্বিতীয়বারের মতো লা লিগায় ন্যূনতম ৭ গোলের দেখা পেলো কলচোনেরসরা।
সবশেষ ২০১৩ সালে ৭-০ গোলের ব্যবধানেই হেতাফেকে হারিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। রায়ো ভায়েকানোর মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ।
গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজম্যান। ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই। ৩৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।
৭৩তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন বদলি নামা স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। ৭৯তম মিনিটে স্কোরলাইন ৫-০ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরেয়া।
৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৬-০ করেন মোরাতা। আর ৮৬তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তের গোলে ৭-০ গোলের জয় নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এমন দুর্দান্ত জয়ে উচ্ছ¡সিত অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যাচের শুরু থেকেই আমরা অসাধারণ মানসিকতা দেখিয়েছি।’ অ্যাটলেটিকো ফরোয়ার্ড গ্রিজম্যান বলেন, ‘শুরু থেকেই আমরা দুর্দান্ত খেলেছি, তীব্রতা দেখিয়েছি। তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। দলের ঐক্যবদ্ধ পারফরম্যান্সে আমি আনন্দিত।
ঘরের মাঠে লজ্জাজনক হারে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রায়ো ভায়েকানো অধিনায়ক অস্কার ত্রেজো। ম্যাচ শেষে এই আর্জেন্টাইন বলেন, ‘এর ব্যাখ্যা দেয়ার কোনো শব্দ আমাদের জানা নেই। যারা (সমর্থকরা) আমাদের খেলা দেখতে এসেছিলেন, তাদের কাছে ক্ষমা চাইছি।
লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আলমেরিয়াকে ২-০ গোলে হারায় রায়ো ভায়েকানো। দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে গ্রানাদাকে হারায় তারা। অধিনায়ক ত্রেজো বলেন, ‘প্রথম দুই ম্যাচের ফলাফলে আমরা অনুপ্রাণিত ছিলাম। যদিও এমনটা (হার) ফুটবলে প্রায়ই হয়ে থাকে।
৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে আটে রায়ো ভায়েকানো। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯।
জেএন/পিআর