প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

সারাদেশে রোববার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা।

- Advertisement -

চট্টগ্রাম শিক্ষাবোর্ডর অধীনে পিএসসি পরীক্ষায় এবার অংশ নিচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৫৬৩ শিক্ষার্থী। সকাল ১০.৩০টায় ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এই পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

- Advertisement -google news follower

চট্টগ্রাম জেলার মোট ৩ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ৩৪৯টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মহানগর এলাকায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ২৯৪ জন। চট্টগ্রাম জেলায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজার ৯৪৬ শিক্ষার্থী।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট বেশি সময় পাবে। আগে যেটি ছিল ১০ মিনিট। থাকছে না এমসিকিউ। ১০০ নম্বর করে ছয় বিষয়ে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে।

- Advertisement -islamibank

নাসরিন জাহান নামে এক অভিভাবক জয়নিউজকে জানালেন, এবার এমসিকিউ নেই। এই নিয়ম এবার প্রথম তাই মেয়ে একটু ভয় পাচ্ছে।

জয়নিউজ/হিমেল/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM