কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গা নারীর নাম শহর বানু (৪৫)। সে হ্নীলা জাদিমুরা নয়াপাড়া, ৯নং ওয়ার্ড, শালবাগান ক্যাম্প-২৬, ব্লক-ডি/৪, এফসিএন নং-২৫৩৫১০ এর বাসিন্দা মোহাম্মদ উল্যাহর স্ত্রী ও মৃত আবদুল জলিলের মেয়ে বলে জানা গেছে।
আজ বুধবার (৩০ আগষ্ট) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবাইর সৈয়দ
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক রোহিঙ্গা নারীর বাসায় অভিযান পরিচালনা করে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ তাকে আটক করা হয়।
এ ঘটনার টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(গ) ধারায় মামলা দায়ের করে গ্রেফতার আসামিকে আাদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর