চট্টগ্রামে ড্রেনে পড়ে ফের নিখোঁজের খবর পাওয়া গেছে। এবার নগরীর বাকলিয়া থানা এলাকার একটি ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছে মোহাম্মদ আলিফ নামে ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী।
আজ বুধবার (৩০ আগষ্ট) দুপুর থেকে আলিফ নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা।
বাকলিয়া থানার এসআই মাহাবুব জানান, নিখোঁজ আলিফের বাবা বাকলিয়া থানায় ছেলে নিখোঁজের সংবাদটি দেন। সে প্রাথমিকভাবে ধারণা করছে, ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় মাদ্রাসার পিছনে থাকা নালায় পড়ে তার ছেলে নিখোঁজ হয়েছে।
পরে ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মাদ্রাসার পেছনে থাকা নালায় ডুবুরি টিম নামিয়ে আলিফকে খুঁজতে শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দীর্ঘ চেষ্টাতেও নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। চন্দনপুরা ফায়ার স্টেশনের ফায়ার কর্মকর্তা সৈয়দ জানালেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ডুবুরি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
এর আগে গত রবিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রঙ্গীপাড়ার কেএম হাশেম টাওয়ার এলাকার নালায় ডুবে দেড় বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাত নিখোঁজ হয়।
নিখোঁজের ১৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা সোমবার (২৮ আগস্ট) সকালে শিশুটির মরদেহ উদ্ধার করে।
জেএন/পিআর