খাদ্যদ্রব্য তৈরিতে নিম্নমানের কাঁচামাল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও মেয়াদে কারচুপিসহ বিভিন্ন অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে ফুলকলিকে।
আজ বুধবার (৩০ আগষ্ট) নগরীর বাকলিয়া থানা এলাকার ফুলকলির কারখানায় অভিযান পরিচালনার সময় হাতে নাতে এসব অপরাধ ধরা পড়লে তাৎক্ষনিক এ অর্থদণ্ড দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম মশিউর রহমান।
অভিযানে উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।
তিনি জানান, ফুলকলির বাকলিয়া কারখানায় অভিযান চালিয়ে নানান অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে।
জেএন/পিআর