এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ। শেষবার বাংলাদেশ যখন ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে খেলেছিল, সেবার অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি যুগের পর এলেন তামিম ইকবাল।

- Advertisement -

বহু নাটকীয়তার পর তামিমও সরে গেলেন। আরও একবার বাংলার ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। তবে এই সাকিব আগের চেয়ে পরিণত এবং দক্ষ এক অধিনায়ক।।

- Advertisement -google news follower

নতুন অধিনায়কের নেতৃত্বে প্রথম ম্যাচেই বাংলাদেশ পাচ্ছেনা বেশকিছু নিয়মিত মুখকে। জ্বরের কারণে শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন লিটন।

দলে ডাক পেয়ে লঙ্কায় উড়াল দিয়েছেন এনামুল হক বিজয়। তবে প্রথম ম্যাচে ওপেনিংয়ের জন্য টাইগার একাদশে দেখা যাবে নাঈম শেখ-তানজিদ হাসান তামিমকে।

- Advertisement -islamibank

তিন নাম্বারে বেশ কিছুদিন ধরেই আস্থার প্রতীক নাজমুল হোসেন শান্ত। আজকেও তিনিই খেলবেন এই পজিশনে। যেহেতু ডানহাতি ব্যাটার টপ অর্ডারে নেই, সেক্ষেত্রে চারে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে।

যে কারণে পাঁচে খেলবেন সাকিব আল হাসান। ছয়ে দেখা যাবে মুশফিকুর রহিমকে। হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে ছয় নাম্বারে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে অফ স্পিনারদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। সে সব চিন্তা করেই একাদশে বাড়তি একজন অফ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ দল।

সেক্ষেত্রে আফিফ হোসেনের দলে থাকার সম্ভাবনা কম, তাই সাতে খেলার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজের। বাড়তি অফ স্পিনার হিসেবে আট নম্বরের বিবেচনায় শেখ মেহেদি থাকবেন সবচেয়ে এগিয়ে।

এদিকে একাদশে তিন পেসার হিসেবে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমানের।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হ্রদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM