বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ শনিবার। কিন্তু মহারণকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি যা তাতে এই ম্যাচ না-ও হতে পারে। যাবতীয় উত্তেজনা ভেস্তে দিতে পারে বৃষ্টি আগামীকাল।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, শ্রীলংকার ক্যান্ডিতে ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং নির্বিঘ্নে খেলা হওয়ার সম্ভাবনা খুবই কম। ম্যাচের কোনো না কোনো সময় বৃষ্টি হবেই। তাই এমনভাবে মাঠ প্রস্তুত রাখা হচ্ছে যাতে বৃষ্টির পর তাড়াতাড়ি খেলা শুরু করা যায়। সাধারণত বৃষ্টির জন্য শ্রীলংকায় আগস্ট-সেপ্টেম্বরে খেলা হয় না।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় শ্রীলংকায় একাধিক ম্যাচ রাখা হয়। কিন্তু ক্যান্ডি, কলম্বো সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে একাধিক ম্যাচ ভেস্তে যেতে পারে।
জেএন/এমআর