২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দলে ৪ নতুন মুখ

আগামী মাসে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এজন্য বৃহস্পতিবার রাতে ৩২ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

- Advertisement -

দলে প্রথমবারের মতো ডাক পেলেন চার ফুটবলার। তাদের পাশাপাশি আছেন অধিনায়ক লিওনেল মেসিসহ নিয়মিত তারকাদের প্রায় সবাই। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে নেই পাওলো দিবালা ও জিওভানি লো সেলসো।

- Advertisement -google news follower

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আগামী ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে আতিথ্য নেবে আলবিসেলেস্তেরা।

এএস রোমার ফরোয়ার্ড পাওলো দিবালার মতো চোটের কারণে জায়গা পাননি আয়াক্স আমস্টারডামের গোলরক্ষক জেরোনিমো রুলি ও সেভিয়ার ডিফেন্ডার মার্কোস আকুনিয়া।

- Advertisement -islamibank

টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার লো সেলসোও চোটে পড়েছেন বলে গুঞ্জন। ফিট থাকলেও বাদ পড়েছেন সেভিয়ার ফরোয়ার্ড লুকাস ওকাম্পোস ও নাপোলির ফরোয়ার্ড জিওভানি সিমিওনে।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে পারফরম্যান্সে আলো ছড়িয়ে প্রথমবার সিনিয়র দলে ঠাঁই করে নিয়েছেন লুকাস বেলত্রান, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি ও লুকাস এক্সিভেল। ফিরেছেন ২০২২ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ও ফরোয়ার্ড আনহেল কোররেয়া।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেসে), ওয়াল্তার বেনিতেজ (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট);

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), গনজালো মন্তিয়েল (সেভিয়া), হার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), হুয়ান ফইথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), লুকাস এস্কিভেল (অ্যাথলেতিকো পারানায়েন্স);

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্তাস), এনজো ফার্নান্দেজ (চেলসি), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), ফাকুন্দো বুনানোত্তে (ব্রাইটন), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), অ্যালেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), ব্রুনো জাপেল্লি (অ্যাথলেতিকো পারানায়েন্স);

ফরোয়ার্ড: লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), নিকোলাস গনজালেজ (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), আনহেল দি মারিয়া (জুভেন্তাস), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), অ্যালান ভেলাস্কো (এফসি ডালাস)।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM