জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খানকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। রোববার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে নগর বিএনপির একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বিএনপি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও চট্টগ্রামে সরকারি দলের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানি বিষয়ে অবহিত করে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সত্তার, অধ্যাপক নুরুল আলম রাজু, উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাতেমা বাদশা ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী।
নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জয়নিউজকে বলেন, এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হবে বলে আশ্বাস দেন।