নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট ছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ ফেভারিটের মত খেলেই জয় তুলে নিয়েছে সাদা বলে বর্তমান ক্রিকেট দুনিয়ার সবচেয়ে সেরা দলটি।
ইংলিশদের কাছে ডাত্তাই পাচ্ছে না কিউইরা। প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটে জেতার পর শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচে কিউ ঈদের ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে এটির রানের ব্যবধানে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ জয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় ইংল্যান্ডের ম্যানচেস্টারে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জস বাটলার।
ওপেনার জনি বেয়ারোস্টর ৬০ বলে ৮৬ রানের ইনিংস এবং হ্যারি ব্রুকের ৩৫ বলে ঝড়ো ৬৭ রানে ৪ উইকেট ১৯৮ রানের বড় স্কোর দাড় করায় স্বাগতিকেরা।
বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কখনো জেতার সম্ভাবনাই তৈরি করতে পারেনি।গুটিয় যায় ১০৩ রানেই।ইংল্যান্ড বোলাররা দারুণ বোলিং করেছেন শুরু থেকে।
চার উইকেট শিকার করেন অভিষিক্ত পেসার গাস আটকিনসন,দুই উইকেট পান আদিল রাশিদ। এই জয় চার ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
জেএন/পিআর