বাড়ির ছাদেও থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের জন্য ৫ লাখ ফোর্স তৈরি হচ্ছে। তারা যার যা ট্রেনিং লাগে সেটা নিচ্ছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ সবাই নির্বাচনের জন্য তৈরি আছে।

- Advertisement -

রোববার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড়দিন ও থার্টিফার্স্ট নাইট বিষয়ক সার্বিক নিরাপত্তা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, ৬০ লাখ আনসার আমাদের ট্রেনিংপ্রাপ্ত আছে। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দেবে আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করবে।

এছাড়া এবার বাড়ির ছাদেও ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

- Advertisement -islamibank

একইসঙ্গে থার্টিফার্স্ট নাইটে কোনো হোটেলে ডিজে পার্টির আয়োজন করা যাবে না। পাঁচ তারকা হোটেল ছাড়া সব জায়গায় বার সেদিন বন্ধ থাকবে বলেও জানান তিনি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM