পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজ ক্রিকেট দিল ইতোমধ্যে বাংলাদেশ পা রেখেছে। টেস্ট দিয়ে শুরু হওয়া সিরিজের আগে ছিল দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। আর সেটাই খেলতে রোববার (১৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে মাঠে নেমেছিলো সফরকারীরা। যেখানে শুরুর দিনে নিজেদের ব্যাটিংটা খুব ভালোভাবেই ঝালিয়ে নিলেন হোপ-পাওয়েলরা।
এদিন বিসিবি একাদশের অধিনায়ক রুবেল হোসেনের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে দলীয় দলীয় ১১ রানে প্রথম উইকেট পতনের পর শাই হোপ ও কিরন পাওয়েলের ব্যাটে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে প্রতিরোধ গড়ে তুলে ক্যারিবীয়রা। এই দুই ব্যাটসম্যান করেন ইনিংস মেরামতের কাজ।
দ্বিতীয় উইকেট জুটিতে দেখেশুনে খেলে যোগ করেন ১৬৩ রান। এরপর দলের বাকি ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে ব্যক্তিগত ৮৮ রানে হোপের স্বেচ্ছায় মাঠ ছেড়ে যাওয়ার পর ফজলে রাব্বি পাওয়েল আউট করলে স্বস্তি ধরা দেয় স্বাগতিক শিবিরে। এর কিছুক্ষণ বাদেই সেই স্বস্তির মাত্রা বাড়িয়ে দেন উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দলে ডাক পাওয়া অফস্পিনার নাইম, ফেরান সুনীল অ্যামব্রিসকে।
দলীয় ২০০ রানে ৩ উইকেট হারানোর পর চেজ ও হেটমায়ার মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলে আবার দলের ত্রাতা হয়ে আসেন নাইম হাসান। নিজের দ্বিতীয় শিকার বানিয়ে ফেরান ২৪ রানে থাকা হেটমায়ারকে। এর ঠিক পরেই উইকেটে আসা নতুন ব্যাটসম্যান শেন ডাওরিচকে ব্যক্তিগত ২৪ রানে আউট করেন সৌম্য সরকার। তারপর চেজকে সাজঘরে নিজের নিজের প্রথম উইকেটের দেখা পান রুবেল হোসেনও।
২৮১ রানে ৬ উইকেট হারানোর পর এদিন আর কোন বিপদ হতে দেননি রেমন্ড ও পল। ওই ৬ উইকেটের বিনিময়েই ৩০৩ রানে প্রথম দিনের খেলা শেষ করে উইন্ডিজ ক্রিকেট দল।