পিএসসির প্রথম দিনেই বিলাইছড়িতে অনুপস্থিত ২৭

রাঙামাটির বিলাইছড়িতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) রোববার (১৮ অক্টোবর) প্রথম দিনেই ২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

- Advertisement -

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় চারটি ইউনিয়নের তিনটি পরীক্ষাকেন্দ্রে ডি.আর ভুক্ত শিক্ষার্থী ৬৫৭ জন। এর মধ্যে ৩৬১ জন ছাত্র এবং ২৯৬ জন ছাত্রী। রোববার পিএসসি পরীক্ষার প্রথম দিন উপস্থিত ছিল ৬৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৪৩ জন ছাত্র ও ২৮৭ জন ছাত্রী। অর্থাৎ ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ১৫ জন ছাত্র এবং ১২ জন ছাত্রী অনুপস্থিত ছিল।

- Advertisement -google news follower

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা জয়নিউজকে বলেন, চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক সমাপনী পরীক্ষায় কেন এসব শিক্ষার্থী অংশগ্রহন করেনি তার কোনো কারণ আমরা জানতে পারিনি। উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন থেকে ২১ জন শিক্ষার্থী ডি.আর ভুক্ত থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র ৪ জন।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM