মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত জয়

এক ম্যাচ পর দুর্দান্ত জয়ে ফিরল লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। লিগ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস এফসিকে উড়িয়ে দেওয়া ম্যাচে দুই গোলে অবদান রাখলেন আর্জেন্টাইন তারকা।

- Advertisement -

বাংলাদেশ সময় সোমবার সকালে লস অ্যাঞ্জেলসের মাঠ বিএমও স্টেডিয়ামে গোল পাননি মেসি। তবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে দুটি গোলের উৎস ছিলেন তিনিই।

- Advertisement -google news follower

মায়ামিতে আসার পর প্রথমবারের মতো আগের লিগ ম্যাচে গোল করা বা করানোয় কোনো ভূমিকা রাখতে পারেননি মেসি। ন্যাশভিলের বিপক্ষে দলও জিততে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এদিন ম্যাচের ১৪তম মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থের লম্বা পাস পেয়ে ফাকুনদো ফারিয়াস মায়ামিকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি বক্সের সামনে মেসির পায়ে বল থাকায় ডিফেন্ডারদের সব নজর আসে তার দিকেই।

- Advertisement -islamibank

ডান প্রান্ত দিয়ে যে জর্দি আলবা ঢুকে গেছেন তা ঠিকই জানা মেসির। ফাঁকায় তার পাস পেয়ে গোলরক্ষকে ফাঁকি দিতে খুব বেশি বেগ পেতে হয়নি আলবার।

ম্যাচের ৮৩তম মিনিটে দেখা মেলে মেসির দুর্দান্ত ঝলক। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গোলটা নিজেও করতে পারতেন মেসি।

কিস্তু আরও নিশ্চিত করতে ডান প্রান্তে লিওনার্দো কাম্পানাকে এগিয়ে দেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার। আড়াআড়ি শটে সহজেই ব্যবধান ৩-০ করে দেন একুয়েডর ফরোয়ার্ড।

ম্যাচের শেষ মিনিটে একটি গোল শোধ দেয় স্বাগতিকরা। তারা সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। তাদের সামনে মায়ামি গোলরক্ষক ক্যালেন্ডার ছিলেন প্রাচীর হয়ে।

মায়ামির হয়ে মেসির এটি ১১তম ম্যাচ। গোলও তার সমান ১১টি। পাশাপাশি গোলে সরাসরি অবদান রাখলেন ৫বার।

লিগে টিকে থাকতে প্লে অফে খেলার জন্য মায়ামির প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ২৫ ম্যাচে এটি তাদের সপ্তম জয়। ২৫ পয়েন্ট নিয়ে তারা ১৫ দলের তালিকায় আছে ১৪ নম্বরে।

মেসির ছোঁয়ায় যেন বদলে গেছে মায়ামি। বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবলও। মেসির ম্যাচের টিকেটের মূল্য বেড়ে গেছে প্রায় ৫৫০ শতাংশ।

তার নৈপূণ্যেই লিগস কাপ জয়ের মাধ্যমে প্রথম কোনো শিরোপার স্বাদ পায় মায়ামি। ইউ এস ওপেনর কাপের ফাইনালে ওঠায় আরও একটি শিরোপার খুব কাছে ফ্লোরিডার দলটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM