ফেনীতে নারী ভিক্ষুককে গণধর্ষণ: গ্রেফতার ৫

ফেনীতে স্বামী হারা ২৬ বছর বয়সী এক নারী ভিক্ষুককে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

পুলিশ জানায়, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের এবিএম ব্রিক ফিল্ডের একটি শ্রমিকদের কক্ষে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাত করে মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী ওই নারী।

মামলা দায়েরের পর রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করে। বর্তমানে পলাতক রয়েছে আরও ৩ আসামি।

- Advertisement -islamibank

গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জামাল মিস্ত্রির ছেলে মো. সমির (২৭), একই উপজেলার আব্দুর মোনাফের ছেলে দেলোয়ার হোসেন (২২), একই উপজেলার মোহাম্মদ জহিরের ছেলে মোহাম্মদ তারেক (১৯), সুধারাম উপজেলার আব্দুস সোবানের ছেলে মোহাম্মদ রমজান আলী (১৯), একই উপজেলার আলী হোসেনের ছেলে মোহাম্মদ বাবু (১৯)।

এ ছাড়াও পলাতক রয়েছে নোয়াখালী হাতিয়া উপজেলার রুহুল আমিনের ছেলে মোহাম্মদ মেহেরাজ (৩২) ও মোহাম্মদ রিদন (৩০)। তবে তার পরিচয় পায়নি পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় বাসিন্দা ওই নারী বর্তমানে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে বসবাস করেন। স্বামী হারা ওই নারী শিশু সন্তানের ভরণপোষণের জন্য খরচ জোগাড় করতে ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM