ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮২ জন প্রাণ হারিয়েছে।
শত শত মানুষ ভূমিকম্পে আহত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। ৭ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে হাজার হাজার ভবন ভেঙে পড়েছে এবং বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ যোগাযোগ।
রোববার (৫ আগস্ট) রাতে ভূকম্পন শুরু হলে পার্শ্ববর্তী দ্বীপের লোকজনকে আতঙ্কে বাড়িঘর থেকে বেরিয়ে ছুটোছুটি করতে দেখা যায়। পর্যটকদের কাছে জনপ্রিয় লম্বক দ্বীপে এক সপ্তাহ আগে আরেকটি ভূমিকম্পে ১৬ জন নিহত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূ-কম্পনটির কেন্দ্র ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।
পরে লম্বক এবং বালির রাস্তায় ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে সাধারণ মানুষকে কাজে নামতে দেখা যায়।
ক্ষয়ক্ষতি হলেও বালি এবং লম্বক দুই দ্বীপের বিমানবন্দরেই বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
জয়নিউজবিডি/আরসি