খ্যাতিমান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনয়শিল্পী আমজাদ হোসেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৮ নভেম্বর) সকালে বাসায় তার স্ট্রোক হয়। তাকে দ্রুত রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আমজাদ হোসেনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ বা ৯৬ ঘণ্টা না গেলে কিছু বোঝা যাচ্ছে না।
আমজাদ হোসেন শৈশব থেকেই সাহিত্যচর্চা শুরু করেন। পঞ্চাশের দশকে ঢাকায় এসে নাট্যচর্চার সঙ্গে জড়িত হন। আমজাদ হোসেন একসময় মেধাবী চিত্র পরিচালক জহির রায়হানের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৭ সালে তিনি নিজেই চলচ্চিত্র নির্মাণ করেন।
প্রথম অভিনয় করেন মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ সিনেমায়।
নয়নমণি, গোলাপী এখন ট্রেনে, ভাত দে, কসাই, দুই পয়সার আলতা, জন্ম থেকে জ্বলছি প্রভৃতি সাড়াজাগানো ছবির কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেন। বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।