মহেশখালীতে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

মহেশখালীর সোনাদিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল হাসান মানিক (৩০) নামে এক জলদস্যু নিহত হয়েছে।

- Advertisement -

সোমবার (১৯ নভেম্বর) ভোরে মহেশখালী উপজেলার সোনাদিয়া প্যারাবন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ ও ৬টি গুলির খোসা উদ্ধার করেছে।

- Advertisement -google news follower

র‌্যাব ও থানা সূত্র জানায়, মহেশখালীর সোনাদিয়া দ্বীপে একদল জলদস্যু সাগরে দস্যুতার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ কক্সবাজার সিপিসির একটি টিম সোমবার ভোরে অভিযানে নামে। জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে প্যারাবনের দিকে চলে যায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। জলদস্যুরা পালালেও মানিক গুলিতে আহত হয়। আহত মানিককে মহেশখালী হাসপাতালে নিয়ে এলে সেখানে সকাল ৮টা ২০মিনিটে তার মৃত্যু হয়।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মানিক কুতুবদিয়া উপজেলার মধ্যম করলাপাড়া গ্রামের লেদু মিয়ার পুত্র।

জয়নিউজ/শামীম/সাহাব/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM