প্রতিবছর ৫ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ দেওয়া হবে।
সোমবার (১৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে এক সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম।
তিনি জানান, প্রতিবন্ধী বয়স্ক ও বিধবাসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হবে। এ জন্য ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিব বলেন, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনা দিয়ে পদকটি তৈরি হবে। সঙ্গে থাকবে দুই লাখ টাকার সম্মানী ও সম্মাননা সনদ। প্রতিবছর ২ জানুয়ারি এ পদক দেওয়া হবে। নির্ধারিত বাছাই কমিটির মাধ্যমে পদকপ্রাপ্তদের নির্বাচন করা হবে।
শফিউল আলম জানান, এটা স্বাধীনতা ও একুশে পদকের সমমানের হবে।