পাহাড়তলী থেকে ১ একর ৩৭ শতক জমি বিএফডিসিকে হস্তান্তর

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আওতাধীন চট্টগ্রামের পাহাড়তলীর ১ একর ৩৭ শতক জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (বিএফডিসি) হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

এতে করে চট্টগ্রামের বন-পাহাড় সমৃদ্ধ সবুজ লোকেশনে সিনেমা শ্যুটিং ও নির্মাণের প্রাতিষ্ঠানিক অধ্যায় শুরু হলো।

- Advertisement -google news follower

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বিটিভির পক্ষে মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম এবং বিএফডিসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন চুক্তিপত্রে স্বাক্ষরকালে বলেন, চট্টগ্রামের পাহাড়তলীর এই মনোরম স্থান দেশের চলচ্চিত্র অঙ্গণকে আরো সমৃদ্ধ করবে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM