রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন।
সকাল পৌনে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে আরও তিন-চার ঘণ্টা সময় লাগবে। এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।
তিনি আরও জানান, ভোররাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর অল্প কিছুক্ষণের মধ্যে ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
এর আগে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা যোগ দেন। সেনাবাহিনী ছাড়াও উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে ছিলেন।
স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনও টিনশেডের অনেকাংশে আগুন জ্বলছে। এছাড়া কিছুক্ষণ পর পর এসি বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে ধীরগতির কারণে অনেক দোকান পুড়ে গেছে বলেও অভিযোগ করেন তারা।
জেএন/পিআর