লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যুক্ত হওয়া ‘আচরণবিধির লঙ্ঘন নয়’। এ কথা খোদ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের। এ ব্যাপারে ইসির কিছু করার নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সোমবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তারেক দণ্ডিত ও পলাতক আসামি হওয়ায় ভোট প্রক্রিয়ায় তার যুক্ত হওয়া নিয়ে ইসিতে রোববার নালিশ করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ইসি সচিব বলেন, আওয়ামী লীগের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন সভায় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের এ বিষয়ে কোনো করণীয় নেই। যেহেতু তারেক রহমান দেশের বাইরে এবং অনলাইনে সাক্ষাৎকার নিচ্ছেন, সেহেতু এটা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন নয়।
তারেকের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে হেলালুদ্দীন বলেন, তারেকের বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে। এটা সবাইকে মানতে হবে।