চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে থানার সেগুনবাগান ক্যান্টিন গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তার বাবার নাম মো. রিপন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুজন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিল ও নগর যুবলীগের সহ সভাপতি ওয়াসিম উদ্দীন চৌধুরী সমর্থক ছিল। পূর্ব শত্রুতার জের ধরে ওয়াসিমের প্রতিপক্ষ রেল শ্রমিক লীগ নেতা কাদের গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সুজনসহ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সুজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সন্ধ্যায় খুলশী থানা এলাকা থেকে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তাকে কী কারণে বা কারা ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জেএন/এমআর