পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান,অভিযানে আটক ১

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ একটি চক্রের গড়ে তোলা অস্ত্র কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র‌্যাব।

- Advertisement -

অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি আনোয়ার হোসেন নামে চক্রের এক সদস্যকে আটক করা হয়।

- Advertisement -google news follower

আটক আনোয়ার হোসেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব-১৫’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

- Advertisement -islamibank

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে তিন থেকে চারজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

এসময় কারখানায় তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি বন্দুক, ৬০টি গুলি, গুলির খালি খোসা, ১৫টি সীসা, ছেনি, হাতুড়ি, বাইশ, দুটি রেতসহ ৫০ গ্রাম বারুদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বরাতে র‌্যাব জানায়, আটক আনোয়ার হোসেন সংঘবদ্ধ অস্ত্র তৈরি চক্রের তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছেন।

চক্রটি ঈদগড়ের গহিন পাহাড় এলাকায় অস্থায়ী তাঁবু টাঙিয়ে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি করে আসছিল।

অস্ত্রগুলো কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকার অপরাধী চক্রের কাছে তারা সরবরাহ করতেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM