উখিয়ায় পুলিশের তল্লাশী অভিযানে আটক ২৯ রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অনুমতি ছাড়া বাইরে বের হয়ে থানা পুলিশের হাতে আটক হয়েছে ২৯ রোহিঙ্গা।

- Advertisement -

শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উখিয়া ডিগ্রি কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ক্যাম্পে বসবাসরত বিপুলসংখ্যক রোহিঙ্গা প্রতিদিন কাঁটাতারের বেড়া পার হয়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাড়িযোগে সড়কপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল।

- Advertisement -islamibank

এমন সংবাদ পেয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ২৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। আটক রোহিঙ্গারা রেজিষ্টার্ড ক্যাম্প, ক্যাম্প নং-১, ৬, ৭, ৮, ৮ ডব্লিউ, ৮ ইস্ট, ৯, ১০, ১১, ১২, ১৪, ২০ ও ২৭ এর বাসিন্দা।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটককৃত রোহিঙ্গারা হোটেলে চাকরি ও বিভিন্ন বাড়িতে মজুরি কাজ করতে ক্যাম্প থেকে বের হয়েছিলেন।

তবে আটক রোহিঙ্গাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি এখন ক্যাম্প ইনচার্জ (সিআইসি) দেখছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM