কক্সবাজারের কুতুবদিয়ায় কৃষকদের মাঝে রবি মৌসুমের প্রণোদনাসামগ্রী বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
সোমবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দ্বীপের ছয় ইউনিয়নের ৩০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনাসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ১০০ জনকে বোরো ধান, ১০০ জনকে ভুট্টা, ১০০ জনকে ফেলন এবং ৫ জনকে বিটা বেগুন বীজ বিতরণ করা হয়।
একইসঙ্গে জনপ্রতি ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানান কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ।
রবি মৌসুম প্রণোদনাসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন কুতুবী, উপ-সহকারী কর্মকর্তা রফিকুল কালাম ও প্রধান সহকারী ফরিদুল আলম।