রাঙামাটির লংগদু উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে কৃষিদপ্তর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ধানবীজ, সার, ভূট্টাবীজ এবং বিটি বেগুনের বীজ বিতরণ করা হয়। পরে বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবু নাছির।
সভাশেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ হিসেবে প্রতিজনকে দুই কেজি ভুট্টার বীজ, পাঁচ কেজি ধানের বীজ, ২০ গ্রাম বিটিবেগুনের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করেন অতিথিরা।