দুপুরে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সোমবার মাঠে নামছে বাংলাদেশ। ভারতের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

- Advertisement -

প্রথম প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষেও জয় দিয়ে বিশ্বকাপে প্রস্ততি সাড়তে মাঠে নামবে টাইগাররা।

- Advertisement -google news follower

কিন্তু ম্যাচের আগের দিন আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। তাই শঙ্কা জেগেছে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে। একই ভেন্যুতে ভারত-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে।

এ ম্যাচটি ভেস্তে গেলে বাংলাদেশের চেয়ে ক্ষতিটা বেশি হবে ইংল্যান্ডেরই। কেননা উপমহাদেশের কন্ডিশনে কোনো প্রকার প্রস্তুতি ম্যাচ ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নামতে হবে বিশ্বকাপের মূল লড়াইয়ে।

- Advertisement -islamibank

এদিকে এই প্রস্তুতি ম্যাচ খেলে টাইগার স্কোয়াড উড়াল দিবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে।

এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ২৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে জয় ও ২৪টিতে হেরেছে টাইগাররা।

এ বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM