চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিল সংলগ্ন টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৪ অক্টোবর) সকাল পৌণে ৬টার দিকে আমিন জুট মিলের পোড়া কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা ফায়ার স্টেশনের মোট ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুন নিয়ন্ত্রণের আগে ৭০টি বসতঘর পুড়ে প্রায় শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, কলোনীর পাশের একটি জুটের কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তা মুহুর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
জেএন/পিআর