এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।
বুধবার (৪ অক্টোবর) জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে লাল-সবুজের দল।
তবে টাইগার অধিনায়ক সাইফ হাসানের ফিফটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রানের মামুলি সংগ্রহ পায় টাইগাররা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ওভারে বিজয় উন্নির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পারভেজ হোসেন ইমন। ৮ বল খেলে কোনো রান করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তৃতীয় ওভারে জাকিরের উইকেট তুলে নেন পবনদীপ সিং। শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ হাতছাড়া করেন নি আনোয়ার হোসেন। এতে ৩ ওভার শেষে ৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
অবশ্য পরে অধিনায়ক সাইফ হাসান আর আফিফের ব্যাটে শুরুর বিপর্যয় সামাল দেয় টিম টাইগার্স। কিন্তু ১৪ বলে সমান দুটি করে চার-ছক্কায় ২৩ রান করে পবনদীপ সিংয়ের বলে সাজঘরে ফেরেন আফিফ।
এরপর সাইফের ৫২ বলে অপরাজিত ৫০, শাহাদাত হোসেন দীপু ২৬ বলে ২১ ও জাকের আলী অনিকের ১৪ বলে ১৪ রানে নির্ধারিত সময়ে ১১৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ম্যাচ জিততে মালয়েশিয়ার করতে হবে ১১৭ রান।
জেএন/আর এস