ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে (৫ অক্টোবর) মুম্বাইয়ের গোরগাঁও এলাকায় একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে এক শিশুসহ ১২ জন পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন।
অগ্নিকাণ্ডে আহতদের মুম্বাইয়ের দুটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানিয়েছে, রাত ৩টার দিকে গোরেগাও এলাকার স্থানীয় পশ্চিম আজাদ নগর এলাকার জয় ভবানী ভবনে অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জেএন/পিআর