একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে নিশ্চিত মনোনয়ন পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দল থেকে এ নিয়ে ইতেমধ্যে ইঙ্গিতও পেয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি মনোনয়ন পাচ্ছেন বলে ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর এমন ইঙ্গিতের পরপরই মাশরাফির জন্মভূমি নড়াইলে মিষ্টি বিতরণ ও নির্বাচনি প্রচারণা শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, মাশরাফি নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হচ্ছেন এমন ইঙ্গিত পাওয়ার পরপরই জেলার সবখানে আলোচনা শুরু হয়। সেইসঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হচ্ছেন এ নিয়েও শুরু হয় আলোচনা। বিকেলে জেলার বিভিন্ন স্থানে খুশিতে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি মাশরাফির পক্ষে নড়াইলে নির্বাচনি প্রচারণা শুরু করেন ভক্তসহ দলের নেতাকর্মীরা।
মাশরাফির মনোনয়ন নিশ্চিতের খবর পেয়ে বিকেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস শহরের রূপগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দলের নেতাকর্মীদের মিষ্টিমুখ করান। সেইসঙ্গে মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় দলের নেতাকর্মীরা মাশরাফির জন্য নৌকা মার্কায় ভোট চান।