ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে রানের বন্যা হবে এমন কথা আগেই বলা হয়েছিল। প্রস্তুতি ম্যাচ থেকেই মিলেছিল আভাস। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিংটাও ছিল ঝড়ের লক্ষণ। তবে আজ দক্ষিণ আফ্রিকা যা করলো, তাকে এককথায় ব্যাটিং তাণ্ডবই বলা চায়। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রানের বিশাল পাহাড় দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান গুটিয়ে গিয়েছে ১৫৬ রানে। বাংলাদেশও রান তুলেছে ধীরলয়ে। আর এর একদম বিপরীত চিত্র দেখা গেল দিনের অন্য ম্যাচে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে রীতিমত রানের উৎসবই করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। তিন ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে বিশাল সংগ্রহের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
এমন বড় স্কোরের দিনে বিশ্বকাপের রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন এইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার। ৪৯ বলে পৌঁছে গিয়েছেন সেঞ্চুরির মাইলফলকে। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করা হয়নি মার্করামের। ৫৩ বলে ১০৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে আউট হয়েছেন তিনি।
এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে শতরান করেছিলেন এই আইরিশ ব্যাটার। সেরার তালিকায় উঠে আসার পথে গ্লেন ম্যাক্সওয়েলের ৫১ বলে ১০০ (২০১৫ বিশ্বকাপ) এবং এবিডি ভিলিয়ার্সের ৫২ বলে ১০০ রানের ইনিংস পেছনে ফেলেছেন মার্করাম।
এইডেন মার্করাম ছাড়াও এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন আরও দুই প্রোটিয়া ব্যাটার। ওপেনার কুইন্টন ডি কক করেছেন ৮৪ বলে ১০০। আর রাসি ভ্যান ডার ডুসেন ১১০ বলে খেলেছেন ১০৮ রানের ইনিংস।
জেএন/এমআর