আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

ব্রাহ্মণবাড়িয়া-৩ ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে আজ রবিবার। দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। গতকাল শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের সব সদস্যকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

- Advertisement -google news follower

গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৫ নভেম্বর এ দুই আসনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গত শুক্রবার দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। আজ রবিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা গ্রহণ চলবে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM