চকরিয়ায় পর্যটকবাহী বাস খাদে: নিহত ১

চকরিয়ায় পর্যটকবাহী বাস রাস্তা থেকে খাদে পড়ে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ যাত্রী। এর মধ্যে ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -

বুধবার (২১ নভেম্বর) সকালে চকরিয়া-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

চিরিংগা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টায় ঢাকা থেকে কক্সবাজারগামী তিশা পরিবহনের বাসটি গার্মেন্টকর্মীদের নিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। চকরিয়া কলেজ পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারানো তিশা পরিবহনের বাসটি রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান পটুয়াখালীর নাজিরপুরের সাইফুল (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম জয়নিউজকে বলেন, নারায়ণগঞ্জের রিফা (২৫), সাইফুল (২৫), রাশেদ (২৪), সুনামগঞ্জের মর্জিনা খানম (২৫), ঢাকার ধামরাইয়ের সাইমা (১৮), কুড়িগ্রামের শেফালী (২৮), কুমিল্লার এনামুল হক (২২), রংপুরের লীলা মনি (২৫), রাজশাহীর ইয়াছমিন (১৮), শরিয়তপুরের রিমা আক্তার (২১), সিলেটের ইকবাল হাসান (২০), নেত্রকোণার রোকেয়া (২২), পটুয়াখালীর লিজা মনি (১৯), নোয়াখালীর নাজমা বেগম (২২), নেত্রকোণার শুকতারা (২১), জামালপুরের জনি (২০), সিলেটের ফারজানা (১৮), নেত্রকোণার বক্সু (৪৩) ও ভোলার মৌসুমী (১৮) আহত হয়েছেন।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, আহতদের চকরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দেওয়া হয়েছে। এছাড়া মারাত্মক আহত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নিউজ/মাহমুদ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM