চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে চাল বিক্রেতা দুই দোকানিকে অর্থদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
তিনি জানান,বাজারের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় পাটজাত মোড়কের বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে মের্সাস হক অটো রাইস মিল এবং মের্সাস আমির চাউল বিতানকে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পাট উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহকারি বাবুল চন্দ্র দাশ, দোহাজারী পুলিশ ফাঁড়ির টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
জেএন/রাজীব