চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ১০৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে শনাক্ত হয়েছে ১০৯ জন। এ নিয়ে জেলায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৭৮০ জন।

এছাড়া, বাকি ২৯১ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৯০ জন ভর্তি রয়েছেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM