কক্সবাজারে ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু

পরীক্ষামূলক উৎপাদনে সফল হওয়ার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কক্সবাজার ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র। বায়ু বিদ্যুতে বাংলাদেশে বড় আকারের এটিই প্রথম কোনো প্রকল্প।

- Advertisement -

বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

- Advertisement -google news follower

৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কক্সবাজার বায়ু বিদ্যুৎকেন্দ্রটি দেশের বায়ু বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বড়। চীনের অর্থায়নে ও কারিগরি সহায়তায় কক্সবাজারের এ বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ বেসরকারি উদ্যোগর এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বায়ু বিদ্যুৎ প্রকল্পটি চায়না ও বাংলাদেশের টেকসই উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও সহায়ক হবে।

- Advertisement -islamibank

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে ক্লিন এনার্জি থেকে বাংলাদেশে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে পাশে থাকবে চীন।

বায়ু বিদ্যুতে সফল হওয়ার পর বাংলাদেশে এখন এই খাতে বিনিয়োগ আসছে বলে অনুষ্ঠানে জানান বিদ্যুৎ খাতের নীতিনির্ধারকরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM