ডিসি পার্কে অবৈধ দখলে থাকা ১৩ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাটে ডিসি পার্কে অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

- Advertisement -

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

অভিযানে ডিসি পার্কের জায়গায় অবৈধ দখলে থাকা ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, ডিসি পার্কের চলমান উন্নয়ন কাজ অব্যহত রাখতে পার্কের দক্ষিণ দিকের সীমানার মধ্যে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়।

- Advertisement -islamibank

তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এতে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে। ডিসি পার্কের উন্নয়ন কাজ অব্যাহত রাখতে প্রয়োজনে ফের অভিযান চালানো হবে।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM