চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে মাছ ধরার ৫০০ মিটার অবৈধ ঘেরাও জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে গুমানমর্দ্দন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি ৫০০ মিটার লম্বা ঘেরা জাল এবং জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
হালদা নদীতে অবৈধ মৎস্য শিকার বন্ধে আইডিএফ ও পিকেএসএফ’র স্পিড বোটের সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন- আইডিএফ’র এভিসিএফ ফয়েজ রাব্বানী এবং জাল উঠানোর কাজে সার্বিক সহযোগিতা করেন আইডিএফ’র সার্বক্ষণিক নদী পাহারাদার মো. আমিনুল ইসলাম ও রুবেল বড়ুয়া।
অবৈধ মৎস্য শিকারী ও অবৈধ জাল উদ্ধার করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
জেএন/এমআর