শুলকবহরে আগুনে পুড়ল গাড়ির গ্যারেজ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় কার ওয়াশিং ও রিপেয়ারিং করা একটি গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৪৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

- Advertisement -google news follower

আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, শনিবার বিকেল পৌনে ৫টার সময় শুলকবহরে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার খবর পাই।

এসময় অগ্নি নির্বাপণে ব্যবহৃত দুটি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

- Advertisement -islamibank

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM