কাহালুতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর শিমুলিয়া গ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি। রোববার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় পিটি-৬ বিমান ভূপতিত হয়। দুর্ঘটনায় পাইলট দুজন সুস্থ আছেন।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিমানটি একটি বাঁশঝাড়ে পড়ে যায়। বিমানে দুইজন পাইলট ছিলেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর বিমান বাহিনীর সদস্য তাদেরকে নিয়ে যান।

কাহালু থানার ওসি মাহামুদ হাসান জানান, বড়মহর গ্রামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

- Advertisement -islamibank

জেএন/এমআর

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM