চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি গ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
আজ ১৫ অক্টোবর রোববার পরিচালিত অভিযানে দীর্ঘদিন যাবত আইন অমান্য করে পাহাড়ের পাদদেশে পাহাড়ের গাছ ও মাটি কেটে ব্যবসা পরিচালনা করার অপরাধে ‘মেসার্স ওয়ান ষ্টার ব্রিকস ম্যানুফ্যাকচারিং’ নামক ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে ‘মেসার্স চৌধুরী ব্রিকস ওয়ার্কস’ নামক একটি ইটভাটা ভেঙে গুড়িঁয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন। অভিযানকালে জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, যারা আইন অমান্য করে পাহাড় ও গাছপালা কেটে ইটভাটা ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ অভিযান চলমান থাকবে।
জেএন/এমআর