চট্টগ্রাম নগরের চৌমুহনী, দেওয়ানহাট দীঘির পাড়, শেখ মুজিব রোড এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ৬ গ্রাহককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
একইসঙ্গে অভিযান চালিয়ে বিল বকেয়া থাকা গ্রাহকদের শনাক্ত করে ১৫ লাখ ৫৬ হাজার ৭৬২ টাকা আদায়ে মামলা করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আগ্রাবাদ ডিভিশন এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ আদালতের (দক্ষিণ) যুগ্ম জেলা জজ আইরিন পারভীন।
আগ্রাবাদ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী চিংহলা মং মারমার তত্ত্বাবধানে অভিযানে আরও অংশ নেন উপ-বিভাগীয় প্রকৌশলী কেএম রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী রিয়াল আহমেদ নয়ন, প্রকৌশলী এএফএম জিয়াউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী শালিম মাহমুদ, মো. শাফিউল কাদির, মো. দেলোয়ার হোসেন, বিলাশ কান্তি নাথ, বিপুল কৃষ্ণ দাস।
নির্বাহী প্রকৌশলী চিংহলা মং মারমা বলেন, ‘আগ্রাবাদ ডিভিশনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়ে এই ধরনের অভিযান চলমান থাকবে।
জেএন/এফও/আর এস